EIIN Code: 138185 | College Code: 1309
+8801769026640 | info@ncpsc.edu.bd

বেগম জহিরা মহিলা কলেজ

“ শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা ”

এএফএম ফকরুল আলম

বাংলা

বিএসসি (এইচ) এমএসসি

খন্দকার এমডি, খায়রুল বাশার

ইংরেজী

বিএ (সম্মান) এমএ

এমডি শাহীসুল ইসলাম সরকার

হিসাব

B.COM সম্মান M.COM

এমডি আবদুল লতিফ প্রধান

আইএস। ইতিহাস

বিএ (সম্মান) এমএ

দিলীপ কুমার সরকার

পোল বিজ্ঞান

বিএ (অনার্স) এমএসসি

সাম্প্রতিক বিজ্ঞপ্তি
শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা

প্রতিদিন স্কুল ড্রেস ও জুতা পরিধান করে বিদ্যালয়ে আসতে হবে। সপ্তাহে একদিন হাত ও পায়ের নখ এবং মাসে  একবার মাথার চুল কাঁটাতে হবে। প্রতিদিন রাত্রে ও সকালে দাঁত ব্রাশ করতে হবে। শ্রেণিকক্ষের দেয়ালে ও বেঞ্জে কিছু লেখা যাবে না। মোবাইল নিয়ে বিদ্যালয়ে আশা যাবেনা।

আচরণবিধি ও নিয়ম কানুন

এই কলেজে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত আচরণ এবং শৃঙ্খলা রক্ষার ব্যাপারে নিম্নলিখিত নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবেঃ

কলেজ পরিচিতি
ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের পাদদেশে মনোরম পরিবেশে অবস্হিত নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান গফরগাঁও মহিলা কলেজ। ১৫ জুলাই ১৯৭২ সনে প্রায় ৪(চার) একর জমির উপর এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। নারীদের উচ্চ শিক্ষা লাভের ভিত্তি তৈরিতে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে কলেজটির সহায়তা নিয়ে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।
ইতিহাস ও প্রতিষ্ঠা
১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার জনাব শাহ্‌ আব্দুল হামিদ মহোদয়ের নামানুসারে শাহ্‌ আব্দুল হামিদ কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু শিক্ষক, শিক্ষার্থী ও উপযুক্ত পৃষ্ঠপোষকতায় অভাবে সেটি ১৯৭৭ সালে বিলুপ্ত হয়। এখানে একটি কলেজের প্রয়োজনীয়তা অনুভব করে আবারও ১৯৮৭-১৯৮৮ সালে স্থানীও জাতীয় সংসদ সদস্য জনাব আতাউর রহমান বেলাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন।

যোগাযোগের ঠিকানা

বেগম জাহিরা মহিলা কলেজ
মোবাইলঃ ০১৭১০০০০০০০
পোস্ট অফিসঃ বরুড়া পোস্ট কোডঃ ৩৫৬০
উপজেলাঃ বরুড়া জেলাঃ কুমিল্লা
বাংলাদেশ

কলেজ ম্যাপ